ইসলাম ও অন্যান্য ধর্মে নারীর মর্যাদা ও অধিকার
(একটি তুলনামূলক পর্যালোচনা)

▸ ভূমিকা:
নারী মানবজাতির অপরিহার্য অংশ। বিভিন্ন ধর্ম ও সভ্যতায় নারীর মর্যাদা ও অধিকার নিয়ে রয়েছে চরম বৈষম্য।
কিন্তু ইসলাম নারীর জন্য দিয়েছে সম্মান, মর্যাদা ও পরিপূর্ণ অধিকার—যা অন্য কোনো ধর্ম বা সভ্যতা দেয়নি।

▸ জাহিলি যুগে নারীর অবস্থা:
ইসলাম-পূর্ব আরব সমাজে কন্যাশিশু জন্ম ছিল লজ্জার কারণ। অনেকে তাদের জীবন্ত কবর দিত!
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ، بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
“যখন জীবন্ত কবরস্থ কন্যাশিশুকে জিজ্ঞাসা করা হবে – কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে?”
(সূরা আত-তাকভীর: ৮–৯)

▸ ইসলামে নারীর মর্যাদা:
ইসলাম নারীকে দিয়েছে সম্মানজনক মর্যাদা। নারী-পুরুষ এক মূল থেকে সৃষ্ট:
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ
“হে মানবজাতি! তোমাদের একমাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন।”
(সূরা আন-নিসা: ১)

▸ শিক্ষার অধিকার:
নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ।
طلب العلم فريضة على كل مسلم
“প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ।”
(ইবনু মাজাহ)

▸ আইনগত অধিকার:
নারী ইসলামে স্বতন্ত্র আইনি সত্তা।
لِلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ
“পুরুষদের যেমন অংশ আছে, নারীদেরও রয়েছে অংশ।”
(সূরা আন-নিসা: ৭)

▸ অর্থনৈতিক অধিকার:
নারী তার উপার্জনের পূর্ণ মালিক।
لِلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبْنَ
“পুরুষের যেমন উপার্জনের অংশ আছে, নারীরও আছে।”
(সূরা আন-নিসা: ৩২)

▸ পারিবারিক মর্যাদা:
মা হিসেবে নারীর অবস্থান শ্রেষ্ঠ।
الجنة تحت أقدام الأمهات
“জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে।”
(নাসাঈ)

▸ অন্যান্য ধর্মে নারীর অবস্থা:
– হিন্দুধর্মে স্ত্রী সতীর মৃত্যুতে সতীদাহ প্রথা ছিল
– খ্রিস্টধর্মে নারীকে পাপের উৎস মনে করা হতো
– প্রাচীন গ্রীক ও রোমে নারী ছিল ভোগ্যবস্তু

▸ উপসংহার:
ইসলাম নারীর সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে।
নারীর প্রকৃত মুক্তি ও সম্মান একমাত্র ইসলামেই বিদ্যমান।
আসুন, ইসলামি মূল্যবোধকে জীবনচর্চার কেন্দ্রে রাখি।

| জনপ্রিয় আর্টিকেল

| সাম্প্রতিক আর্টিকেল

প্রাকৃতির সৌন্দর্য

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় এগোতে থাকি, তখন চারপাশ যেন একেবারে নতুন এক জগত খুলে দেয়। ডানদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

মসজিদের মাইক ব্যবহার করা প্রসঙ্গে।

‎বরাবর          ‎মাননীয় মুফতিয়ানে কেরাম দা.বা.         ‎উচ্চতর ফিক্বাহ্ ও ইসলামি আইন গবেষণা বিভাগ। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বাংলাদেশ।‎‎বিষয়:

| ক্যাটাগরি

Scroll to Top