স্বামী-স্ত্রীর মধ্যে পরস্পরকে উপদেশ বা ভুল সংশোধনের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন

20250510 1549211607590084173460348 - সত্যের আলো
স্বামী-স্ত্রী পরস্পরের উপদেশ

এক. প্রশংসা দিয়ে সূচনা করুন
ভুল ধরিয়ে দেওয়ার আগে তার কোনো ইতিবাচক দিক বা গুণের প্রশংসা করুন। এটা যেন একরকম মানসিক উপহার—যা উপদেশ গ্রহণে মনপ্রাণ উন্মুক্ত করে তোলে।

দুই. ভুল মানুষ মাত্রই করে
ভুল করা মানুষের স্বভাবজাত। কোনো ভুলকে অতিরঞ্জিত না করে সহনশীলতা বজায় রাখাই শ্রেয়।

তিন. স্বাধীনতার পরিসর দিন
নিজের পছন্দ-অপছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়া সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। সঙ্গীর নিজস্ব মতামত ও স্বাধীনতাকে সম্মান করুন।

চার. সামান্য গুণও সাদরে স্বীকৃত হোক
তার যেকোনো ভালো দিক—even সামান্য হলেও—মন থেকে প্রশংসা করুন। এতে আপনার ভালোবাসার গভীরতা প্রকাশ পাবে।

পাঁচ. সংক্ষেপে ও সৌজন্যমূলকভাবে বলুন
তীক্ষ্ণ ভাষায় আঘাত করা নয়, নম্র ও সংক্ষিপ্তভাবে বললে কথার প্রভাব অনেক বেশি হয়। কঠোর মন্তব্য সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয়।

মনে রাখুন:
“প্রিয়জনের তিরস্কার—তাকে হারানোর চেয়ে অনেক দামি।”

| জনপ্রিয় আর্টিকেল

| সাম্প্রতিক আর্টিকেল

প্রাকৃতির সৌন্দর্য

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় এগোতে থাকি, তখন চারপাশ যেন একেবারে নতুন এক জগত খুলে দেয়। ডানদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

মসজিদের মাইক ব্যবহার করা প্রসঙ্গে।

‎বরাবর          ‎মাননীয় মুফতিয়ানে কেরাম দা.বা.         ‎উচ্চতর ফিক্বাহ্ ও ইসলামি আইন গবেষণা বিভাগ। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বাংলাদেশ।‎‎বিষয়:

| ক্যাটাগরি

Scroll to Top