গাজার গণহত্যা ও লস অ্যাঞ্জেলসের দাবানল

7 / 100 SEO Score

আল্লাহর গজব থেকে শিক্ষা

গাজায় যে বর্বর গণহত্যা চলছে, তা মানবতার জন্য গভীর লজ্জার একটি উদাহরণ। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত এই ভূমি বিশ্ববিবেককে প্রশ্নবিদ্ধ করছে।

অন্যদিকে, লস অ্যাঞ্জেলসে যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, তা আমাদের জন্য সতর্কবার্তা। এই দাবানল কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং আল্লাহর গজবের একটি প্রতিফলন বলে মনে করা যেতে পারে।

মানুষ যখন সীমালঙ্ঘন করে, অন্যায়-অবিচারকে নীতি বানায়, তখন আল্লাহ তা’আলা তাঁর সৃষ্টিকে সতর্ক করতে নানা প্রতীকী ঘটনাকে সামনে আনেন। লস অ্যাঞ্জেলসের দাবানল তারই একটি উদাহরণ হতে পারে। এ দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবীর ওপর জুলুম ও অন্যায়ের পরিণাম কত ভয়াবহ হতে পারে।

গাজায় যে মানবিক বিপর্যয় ঘটছে, তাতে বিশ্বের অনেক শক্তিধর দেশ নীরব ভূমিকা পালন করছে। বিশেষ করে আমেরিকার পক্ষপাতদুষ্ট নীতি ফিলিস্তিনিদের দুর্দশাকে আরও গভীর করছে। কিন্তু আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পায় না। আজ যারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরও উচিত লস অ্যাঞ্জেলসের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া।

| জনপ্রিয় আর্টিকেল

| সাম্প্রতিক আর্টিকেল

প্রাকৃতির সৌন্দর্য

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় এগোতে থাকি, তখন চারপাশ যেন একেবারে নতুন এক জগত খুলে দেয়। ডানদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

মসজিদের মাইক ব্যবহার করা প্রসঙ্গে।

‎বরাবর          ‎মাননীয় মুফতিয়ানে কেরাম দা.বা.         ‎উচ্চতর ফিক্বাহ্ ও ইসলামি আইন গবেষণা বিভাগ। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বাংলাদেশ।‎‎বিষয়:

| ক্যাটাগরি

Scroll to Top